PM YASASVI Scholarship 2022-23: 2 লাখ টাকা এবং একটা Laptop | PM YASASVI Scholarship আবেদন – Scholarshipnews.in

PM YASASVI Scholarship 2022-23 এটি ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি নতুন স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপ প্রকল্পে আবেদনকারী শিক্ষার্থীদের 2 লাখ টাকা এবং একটা Laptop দেওয়া হবে। আজকের আলোচনাতে আমি How to Apply PM YASASVI Scholarship 2022-23, PM YASASVI Scholarship 2022-23 Eligibility Criteria, Documents Required, PM YASASVI Scholarship Apply Last Date ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

PM YASASVI Scholarship 2022-23

আপনি যদি ক্লাস 9-12 এর মধ্যে পড়েন, তাহলে আপনি এই অ্যাটিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। আজকে আমি যে স্কলারশিপ নিয়ে আলোচনা করবো, এটা ভারত সরকারের পরিচালিত একটি Scholarship Scheme. PM YASASVI Scholarship এর পুরো নাম – Pradhan Mantri Young Achievers Scholarship Award Scheme for Vibrant India.

ভারত সরকার PM YASASVI Scholarship Scheme এর অধীনে প্রায় 15,000 স্কলারশিপ প্রকল্প শুরু করেন। যার মধ্যে রয়েছে – (OBC), De-Notified, Nomadic and Semi-Nomadic (DNT) এবং Economically Backward Class (EBC) এই স্কলারশিপ প্রকল্পগুলি ক্লাস 9-12 এর মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য প্রতি বছর 75,000 থেকে 1,25,000 টাকা দিয়ে থাকেন।

Pradhan Mantri YASASVI scholarship scheme এরজন্য যে সকল শিক্ষার্থীরা আগ্ৰহী তারা PM YASASVI Scholarship 2022-23 এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কিন্তু, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2.5 লাখের বেশি হলে আবেদন করতে পারবেন না।

PM YASASVI Scholarship 2022-23 Overview

Name of the Scholarship PM YASASVI Scholarship
Starting date of the application27th July 2022
Last Date Apply05th September 2022 (till 5:00 PM)
Total Exam Time3Hours
Last Entry Exam Time01:30PM
Mode of examination Computer-based test (CBT)
Pattern of the examThe objective type comprises 100 multiple choice questions.
Exam citiesThe exams will be held in 78 cities across India.
Exam feeNot Applicable
Websitehttps://yet.nta.ac.in
Helpline numbers for NTA011-40759000, 011-6922 7700 (from 10.00 AM to 5.00 PM).

PM YASASVI Scholarship Amount | PM YASASVI Scholarship এ কত টাকা দেওয়া হবে ?

এই PM YASASVI Scholarship 2022-23 scheme এ যে সকল শিক্ষার্থীরা সিলেক্ট হবেন, তাহলে বিভাগ হিসাবে স্কলারশিপের টাকা দেওয়া হবে। ক্লাস 9-10 এর শিক্ষার্থীদের প্রতিবছর 75,000 টাকা এবং 11-12 এর শিক্ষার্থীদের প্রতিবছর 1,25,000 টাকা দেওয়া হবে। আপনার যদি ক্লাস 9-12 এ পড়েন, তাহলে অবশ্যই এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন। নিচের দিকে PM YASASVI Scholarship 2022-23 আবেদন প্রক্রিয়া এবং Eligibility Criteria, Documents Required, PM YASASVI Scholarship Apply Last Date ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।

PM YASASVI Scholarship 2022-23
PM YASASVI Scholarship 2022

Eligible For PM YASASVI Scholarship | কারা পাবেন PM YASASVI Scholarship ?

এই স্কলারশিপ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে একটা Computer Test পরীক্ষা দিতে হবে। এই Computer Test পরীক্ষা মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের বাছাই করা হবে। এই পরীক্ষা পরিচালনা করবেন NTA (National Testing Agency) এই পরীক্ষার নাম “Successful Entrance Test” । এই স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে 15,000 শিক্ষার্থীদের সিলেক্ট করা হবে, যাদের 2022-23 এ PM YASASVI Scholarship 2022-23 এর সুবিধা দেওয়া হবে।

YASASVI Entrance Test (YET) Date

National Testing Agency (NTA) এর দ্বারা পরিচালিত YASASVI Entrance Test (YET) পরীক্ষার মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের সিলেক্ট করা হবে। YASASVI Entrance Test (YET) এর ডেট হলো 25 সেপ্টেম্বর 2022 এবং পরীক্ষার Admit Card দেওয়া হবে 15 সেপ্টেম্বর 2022.

YASASVI Entrance Test (YET) Structure

Subjects of TestNo. of Questions Total Marks
Mathematics30120
Science2080
Social Science25100
General Awareness/Knowledge25100

PM YASASVI Scholarship Documents Required

যে সকল শিক্ষার্থীরা PM YASASVI Scholarship Scheme এ আবেদন করতে চান, তাদের জন্য কিছু Documents required রাখা হয়েছে, যা আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি –

  • বৈধ্য মোবাইল নাম্বার থাকতে হবে।
  • আধার কার্ড
  • আধার কার্ডের সঙ্গে যুক্ত ব্যাঙ্গ অ্যাকাউন্ট
  • ইনকাম সার্টিফিকেট
  • ইস্কুলে বা ক্লাসে ভর্তির রসিদ
  • কাস্ট সার্টিফিকেট
  • শেষ পরীক্ষার ফলাফল বা মার্কশিট

PM YASASVI Scholarship 2022-23 Benefits

  • প্রথমত, এই স্কলারশিপ প্রকল্পের উদ্দেশ্য হল ভারতের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করা, যাতে তারা উচ্চশিক্ষা গ্ৰহন‌ করতে পারে।
  • এই স্কলারশিপে ক্লাস 9-12 এর মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সাহায্য পাবে।
  • এই স্কলারশিপে ক্লাস 9-10 এর শিক্ষার্থীদের 75,000 টাকা এবং ক্লাস 11-12 এর শিক্ষার্থীদের 1,25,000 টাকা দেওয়া হবে।

PM Yashasvi Scholarship Yojana 2022 Registration Form

  • সর্বপ্রথম আপনাকে PM Yashasvi Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে
  • এখানে আসার পর আপনি PM Yashasvi Scholarship Yojana 2022 Registration অপশন‌ দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
  • এরপর, আপনার সামনে PM Yashasvi Scholarship Online Form চলে আসবে, এটা সঠিক ভাবে পূরন করুন।
  • এরপর, Create Account অপশনে ক্লিক করুন।
  • এখন আপনি PM Yashasvi Scholarship Application Number এবং ‌অন্য সব তথ্য পেয়ে যাবেন।
  • এরপর, আপনাকে PM Yashasvi Scholarship Login করতে হবে।
  • অবশেষে, PM Yashasvi Scholarship Apply From চলে আসবে এই ফর্ম সঠিক ভাবে পূরন করতে হবে।
  • সবশেষে, Submit করতে হবে।

নোট: আপনি যদি এই ফর্ম ফিলাপ করতে না পারেন, তাহলে এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো‌ কারণ নেই, আপনি আপনার নিকটবর্তী CSC Center এ গিয়ে PM Yashasvi Scholarship Apply করতে পারবেন। এরজন্য, আপনাকে নিজের সমস্ত Decuments নিয়ে যেতে হবে।

How to Apply for PM YASASVI Scheme 2022-23

  • সর্বপ্রথম আপনি PM YASASVI Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।
  • এখানে আসার পর Application Number And Password বসিয়ে Login করুন।
  • Login করার পর go to the portal’s YASASVI test registration page এখানে Sign up করুন।
  • এরপর, এখানে যা যা তথ্য চাইবে সব বসিয়ে দিন।
  • এরপর, অপেক্ষা করুন। এই এতটুকু কাজ করার পর আপনার আবেদন সম্পুর্ন হবে।

PM YASASVI Scheme Contact Details

  • NTA Help Desk: 011-69227700, 011-40759000
  • NTA Email address: yet@nta.ac.in
  • Website: www.nta.ac.in, yet.nta.ac.in, socialjustice.gov.in

Importent Links

PM YASASVI Scheme Official Websitewww.nta.ac.in, yet.nta.ac.in, socialjustice.gov.in
More Scholarship Newshttps://scholarshipnews.in/
Join Telegram Grouphttps://t.me/canbangali
Money Earning Tipshttps://canbebangali.com/

1 thought on “PM YASASVI Scholarship 2022-23: 2 লাখ টাকা এবং একটা Laptop | PM YASASVI Scholarship আবেদন – Scholarshipnews.in”

Leave a Comment