ONGC Sports Scholarship Scheme 2022-23: আজকের আলোচনাতে আমি Corporate Sports Division, Oil and Natural Gas Corporation Ltd. এর দ্বারা পরিচালিত ONGC Sports Scholarship Scheme সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যেমন – What’s ONGC Sports Scholarship Scheme 2022-23, Online Apply Prosess, Eligibility Criteria, Qualifications, Decuments Required ইত্যাদি।
আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে আপনিও এই স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে পারবেন। কিন্তু, আবেদন করার আগে আপনাকে এই ONGC Sports Scholarship Scheme 2022-23 সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আজকের আলোচনাতে আমি এই স্কলারশিপ প্রকল্পের বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে সঙ্গে থাকুন।
ONGC Sports Scholarship Scheme
Scholarship Name | ONGC Sports Scholarship |
Lounched By | Corporate Sports Division, Oil and Natural Gas Corporation Ltd. |
Lounched Date | 2016-17 |
Eligibile Person | Sportpersons |
Ammounts | Rs. 30,000 Every Months |
Apply Prosess | Online |
Official Website | ongcindia.com |
More Scholarship News | Visit Now |
What’s ONGC Sports Scholarship Scheme 2022-23 ?
ONGC Sports Scholarship Scheme হল একটি Corporate Sports Division, Oil and Natural Gas Corporation Ltd. এর দ্বারা পরিচালিত স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপ দেওয়ার উদ্দেশ্যে হল যে সকল খেলয়াররা নিজের নিজের খেলার উপর পারদর্শী। যেমন – ক্রিকেট, ফুটবল, দৌড়ানো, কাবাডি, জিম্নাস্টিক ইত্যাদি।
এই সব সকল খেলয়ারদের Corporate Sports Division, Oil and Natural Gas Corporation Ltd. এই সংস্থাগুলো তাদের কে প্রতিমাসে 30,000 টাকা করে স্কলারশিপ দিবে, যাতে তারা টাকার অভাবে তাদের টেলেন্ট (Talent) এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে।
আপনি যদি কোনো খেলায় পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনিও পেতে পারেন। প্রতিমাসে 30,000 টাকা করে। কি করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।
NMMS Scholarship 2022-23 Apply Online, Last Date, NMMS স্কলারশিপ অনলাইন আবেদন, 48,000 হাজার টাকা
Tranding

Eligibility Criteria for ONGC Sports Scholarship Scheme 2022-23 ?
- সর্বপ্রথম আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স 14-25 বছরের মধ্যে হতে হবে। ( সর্বনিম্ন 14 বছর হতে হবে 1st April 2022 হিসাবে)
- এই স্কলারশিপের টাকা পাওয়া অবস্থায় অন্য কোনো স্কলারশিপ নিতে পারবেন না।
- দাবা, জিমন্যাস্টিক এবং সাঁতারের জন্য সর্বনিম্ন বয়সের মান 10 বছর।
Benefits of ONGC Sports Scholarship Scheme 2022-23 ?
আপনি যদি ONGC Sports Scholarship Scheme এর Eligibility Criteria এরমধ্যে আসেন এবং সিলেক্ট হয়ে যান, তাহলে আপনার নিচের দেওয়া সুবিধা গুলো পাবেন –
Category | National Level (INR Pre Months) | International Level (INR Pre Months) |
Sub Junior | Rs. 15,000 | Rs. 20,000 |
Junior | Rs. 20,000 | Rs. 25,000 |
Senior | Rs. 25,000 | Rs. 30,000 |
Facilities to the ONGC Sports Scholarship Scheme 2022-23 ?
- এই স্কলারশিপ প্রকল্পে নির্বাচিত খেলয়ারদের PSPB/AIPSSPB এবং দেশের বিভিন্ন দলের সাথে খেলার সুযোগ করে দেওয়া হবে।
- নির্বাচিত খেলয়ারদের TA/DA এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যতো খরচ সব ONGC বহন করবে।
- ONGC Sports Scholarship এ সিলেক্ট হওয়া খেলয়ারদের ONGC Logo সহ খেলার সমস্ত সামগ্ৰী দেওয়া হবে।
- এই স্কলারশিপ প্রকল্পে সিলেক্ট হওয়া খেলয়ারদের 5lakh টাকার Health Insurance করে দেওয়া হবে। যা শুধু খেলয়ারের নিজের জন্য। এই Health Insurance Premiums এর জন্য 7,000 টাকা করে দেওয়া হবে।
Documents Required for ONGC Sports Scholarship ?
- জন্ম প্রমানপত্র (Birth Certificate)
- আধার কার্ড / পাসপোর্ট / মাধ্যমিক সার্টিফিকেট (Aadhaar Card / Passport / 10th Pass Certificate)
ONGC Sports Scholarship Selection Criteria ?
- জাতীয়/আন্তর্জাতিক ক্রীড়া অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত এবং জাতীয়/আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ বা পারফরম্যান্সের উপর নির্ভর করে সিলেক্ট করা হবে।
- Badminton, Billiards & Snooker, Golf, Shooting, Squash, Table Tennis, Tennis and Para Games এই খেলাগুলো তে জাতীয়/আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ থাকতে হবে।
- আবেদনপত্র জমা করার শেষ সময় পর্যন্ত জাতীয়/আন্তর্জাতিক স্তরে এক নাম্বার পজিশনে থাকতে হবে।
- জাতীয়/আন্তর্জাতিক উভয়ের পয়েন্ট হিসাব করে সিলেক্ট করা হবে।
- যে কোনো খেলাতে ভালো র্যাঙ্কিং থাকতে হবে।
Apply Online FOR ONGC Sports Scholarship 2022 ?
- সর্বপ্রথম আপনি ব্র্যাউজার খুলে সার্চ করুন -ongcindia.com
- এখন ONGC অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আপনি News & Updates এ ক্লিক করুন এবং এখানে ONGC Sports Scholarship Scheme 2022-23 লিঙ্ক দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
- এরপর, নতুন পেজ খুলবে। এখানে Click Here To Apply অপশনে ক্লিক করুন।
- এরপর, Apply For Scholarship এ ক্লিক করুন।
- এখন আপনার সামনে ONGC Sports Scholarship From চলে আসবে।
- এখন ONGC Sports Scholarship From ফিলাপ করুন।
- জরুরি কাগজপত্র আপলোড করুন।
- সবকিছু, ঠিকঠাক থাকলে এখন Submit অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার আবেদন করা হয়ে যাবে।
ONGC Sports Scholarship Scheme 2022-23 Apply Last Date ?
এই স্কলারশিপ প্রকল্পে আবেদন করার শেষ তারিখ হচ্ছে – September 21, 2022
Terms and conditions of ONGC Sports Scholarship ?
- এই স্কলারশিপ প্রকল্পটি 2022 এবং 2023 এর অর্ধবছরের জন্য ধার্য় করা হবে।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 25 বছরের মধ্যে হতে হবে 1st April 2022 হিসাবে।
- এই স্কলারশিপ প্রকল্পটির সুবিধা নেওয়ার জন্য প্রতিবছর নতুন করে আবেদন করতে হবে।
- আবেদনকারীকে দ্বিতীয়বার আবেদন করার সময় EWS শংসাপত্র জমা করতে হবে। যা ভারত সরকারের দ্বারা জারি করা হতে হবে।
- খেলার সময় যদি খেলয়ারদের কোনো ধরনের ক্ষতি বা আঘাত লাগে তাহলে, এই স্কলারশিপ সংস্থা কোনো ধরনের ক্ষতিপূরণ দিবে না।
- কোনো আবেদনকার যদি মিথ্যা বা নকল কাগজপত্রের সাহায্যে এই স্কলারশিপের সুবিধা নিচ্ছে তাহলে ONGC তার স্কলারশিপ সুবিধা বন্ধ করে, আইনি ব্যবস্থা নিতে পারেন।
সবশেষে, যে সকল Sportspersons এই ONGC Sports Scholarship 2022 এ আবেদন করতে চান, তারা ongcindia.com, buddy4study.com sportsscholarship.ongc.co.in এ গিয়ে আবেদন প্রক্রিয়া দেখতে পাবেন এবং আবেদন করতে পারবেন। ONGC Sports Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট হল ongcindia.com
Frequently Asked Questions For ONGC Sports Scholarship 2022.
ONGC Sports Scholarship অফিসিয়াল ওয়েবসাইট ?
যে সকল খেলোয়াররা এই স্কলারশিপের জন্য Eligible তারা Oil and Natural Gas Corporation Ltd. এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ONGC Sports Scholarship এর জন্য আবেদন করতে পারবেন – ongcindia.com
ONGC Sports Scholarship এ কতো টাকা দেওয়া হবে ?
ONGC Sports Scholarship Scheme এ সিলেক্ট হওয়া খেলোয়ারদের প্রতিমাসে 30,000 টাকা করে দেওয়া হবে।