Nabanna Scholarship 2022-23 | নবান্ন স্কলারশিপে আবেদন করার উপায় | Eligibility, Decuments – Scholashipnews.in

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি Nabanna Scholarship 2022-23 নামে একটি স্কলারশিপ প্রকল্প নিয়ে আসেন। আজকের আলোচনাতে আমি নবান্ন স্কলারশিপ‌ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। How to apply Nabanna Scholarship 2022-23, Nabanna Scholarship 2022-23 Eligibility Criteria, Qualifications, Decuments, Last Date, Application Form ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

Nabanna Scholarship 2022-23

Nabanna Scholarship 2022-23 : The Chief Minister of West Bengal (WBCMO) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সাহায্য করার জন্য the Chief Minister Relief Fund (CMRF) এর অধীনে Nabanna Scholarship 2022-23 নামে এই স্কলারশিপ প্রকল্প নিয়ে এসেছে।

এই Nabanna Scholarship 2022-23 এরমধ্যে Eligible শিক্ষার্থীরা এবং আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এক সময়ের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা দেওয়া হবে। যা দিয়ে তারা ইস্কুল, কলেজ, টিউশনের ফি দিতে পারবেন। এছাড়া, এই Nabanna Scholarship 2022-23 এর আসল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা।

পশ্চিমবঙ্গ ভারতের প্রথম রাজ্য যেখানে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বেশি স্কলারশিপ নিয়ে এসেছে। এই স্কলারশিপ প্রকল্পের পশ্চিমবঙ্গের ১ কোটি ১০ লাখের বেশি সংখ্যালঘু শিক্ষার্থীরা লাভবান হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ২ হাজার ৩৫০ কোটি টাকার স্কলারশিপ প্রদান করেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবে। আগামী সময়ে কোনো ছাত্র টাকার অভাবে পড়াশোনা ছাড়বে না। যা যা ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার মান উন্নত হবে। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের “সবুজ সাথী” প্রকল্পে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, সাইকেল, জুতো, জামা-কাপড় সবকিছু দেওয়া হচ্ছে।

Nabanna Scholarship 2022-23
Nabanna Scholarship 2022-23

Nabanna Scholarship 2022-23 Details ?

Name of the SchemeNabanna Scholarship
Lounched ByGovernment Of West Bengal
BeneficiariesOnly West Bengal Students
ObjectiveTo promote higher education
Scholarship AmountRs. 10,000 Yearly
Mode Of ApplicationOnline
Official Websitewww.wbcmo.gov.in

SBI Asha Scholarship Program 2022, SBI Asha Scholarship প্রকল্প, 15,000 করে পাবেন

Tranding News

Nabanna Scholarship Eligibility Criteria ?

নবান্ন স্কলারশিপ‌ প্রকল্পে আবেদন করার কিছু Eligibility Criteria রাখা হয়েছে, যা আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি –

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
  • শিক্ষার্থীদের মাধ্যমিক পরিক্ষায় 65% এবং উচ্চমাধ্যমিক পরিক্ষায় 60% নাম্বার থাকতে হবে।
  • এই স্কলারশিপে‌ আবেদ‌ন করার পর আর কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
  • শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ১ লাখের কম হতে হবে।

Nabanna Scholarship 2022-23 Decuments Required ?

  • আধার কার্ড
  • বিগত, পরীক্ষার ফলাফল বা মার্কশিট
  • ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশবুক
  • Self Declaration Form
  • নতুন ক্লাসে ভর্তির রসিদ
  • পাসপোর্ট সাইজের কালার ছবি
  • মোবাইল নাম্বার

How to apply Nabanna Scholarship 2022-23 And Application Form Fillup ?

যে সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রকল্পে আগ্ৰহী এবং Eligible তারা নিচের পয়েন্ট গুলো অনুসরণ করে, Nabanna Scholarship Online apply করতে পারবেন ‌‌-

  • সর্বপ্রথম, আপনাকে Government of West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে – www.wbcmo.gov.in
  • এখানে এসে আপনি ‘Nabanna Scholarship Application Form’ বলে অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।
  • Nabanna Scholarship Application Form আপনার সামনে চলে আসবে, এই ফর্ম ডাউনলোড করুন।
  • Nabanna Scholarship Application Form Download করার পর এটাকে প্রিন্ট আউট করে নিন।
  • ফর্মে যা যা তর্থ্য চাইব সবকিছু ঠিকঠাক বসিয়ে দিন।
  • এরপর, ফর্মের সাথে যে Decuments Required সেগুলো লাগিয়ে দিন।
  • অবশেষে, নিচের দেওয়া ঠিকানায় এই ফর্মটি পাঠিয়ে দিন – Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102

Contact Information

  • Address- West Bengal Government Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah-711102
  • Helpline Number- 033 2214 5555/ 2214-3101
  • Fax- 033-2214-3528
  • Email- cm@wb.gov.in

Nabanna Scholarship 2022-23 Apply Last Date

Start DateAvailable any time of the current season
Last DateNo last date is applicable

2 thoughts on “Nabanna Scholarship 2022-23 | নবান্ন স্কলারশিপে আবেদন করার উপায় | Eligibility, Decuments – Scholashipnews.in”

Leave a Comment