এয়ারটেল পেয়েন্ট ব্যাঙ্ক সিএসপি নেওয়ার উপায় | Airtel Payment Bank CSP Apply 2023 | CSP

Airtel Payment Bank CSP Apply 2023: এয়ারটেল টেলিকম কোম্পানি খুবই জনপ্রিয় একটি কোম্পানি এটা আমার সবাই জানি। Airtel Telecom Company ২০১৫ সালে ভারতের বেকার শিক্ষিত মানুষদের জন্য একটা নতুন বিজনেস আইডিয়া (Business Idea) নিয়ে আসে, যা Airtel Payment Bank CSP. আজকের সময় আমরা প্রায় সবাই জানি Airtel Payment Bank থেকে আমরা আধার কার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি।

এয়ারটেল কোম্পানির( এই বিজনেস আইডিয়া(Business Idea) আপনাকে প্রতিমাসে ২০-২৫ হাজার টাকা ইনকাম করিয়ে দিতে পারে। আমাদের মধ্যে ‌অনেকেই এখন ভাবছেন, ২০-২৫ হাজার টাকা ইনকাম মুখের কথা নয়। আসলে সবকিছুই সম্ভব, আজকের এই অ্যার্টিকেলটি যদি আপনি সম্পুর্ন পড়েন, তাহলে আপনি অবশ্যই মাসে ২০-২৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে থেকে।

আজকের এই অ্যার্টিকেলটি Airtel Payment Bank CSP নেওয়ার উপায় (Airtel Payment Bank CSP Apply 2023) আপনি গ্ৰামে বা শহরে যে জায়গায় থাকেন না কেন। আপনি Airtel Payment Bank CSP নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আমি এই অ্যার্টিকেলে স্টেপ বাই স্টেপ সম্পুর্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি Airtel Payment Bank CSP নিয়ে মাসে ২০-২৫ হাজার টাকা ইনকাম করতে চান। তাহলে এই অ্যাটিকেলটি সম্পুর্ন পড়ুন।

Airtel Payment Bank CSP Apply 2023 – Overview

Post NameAirtel Payment Bank CSP
Post TypeMake Money
FounderBharat Airtel
ApplyOnline
Min. Deposit No
Income 20,000Rs Monthly
Official Website Click Here
Telegram Group Click Here

Airtel Payment Bank CSP 2023

আপনি যদি নিজে কিছু কাজ করে টাকা উপার্জন করতে চাচ্ছেন, তাহলে Airtel Payment Bank CSP 2023 আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। আপনি Airtel Payment Bank এর CSP নিয়ে সামান্য কিছু টাকা লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই Airtel Payment Bank CSP সাহায্যে যে কোনো ব্যাঙ্কের টাকা Withdrawal and Deposit করতে পারবেন।

Airtel Payment Bank CSP Apply 2023
Airtel Payment Bank CSP Apply 2023

Airtel Payment Bank এর নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই সবকিছু কাজ করার জন্য Airtel Payment Bank CSP এর পক্ষ থেকে আপনাকে কমিশন দেওয়া হবে। যা মাসের শেষে ভালো পরিমানের একটা উপার্জন হয়ে দাঁড়ায়। এছাড়াও, আরো অনেক সুবিধা আপনি পাবেন যা আপনার ইনকাম করতে অনেক সাহায্য করবে।

Airtel Payment Bank CSP কি ?

Airtel Payment Bank CSP Apply 2023 – সম্পর্কে যদি এক কথায় বলতে চাই তাহলে এটা আধার কার্ড দিয়ে টাকা তোলা, জমা করার সহজ উপায়। CSP – এটা সম্পর্কে আমরা সবাই জানি, এর পুরো নাম – কাস্টোমার সার্ভিস পয়েন্ট (Castomar Service Point). Airtel Payment Bank হল এয়ারটেল এর একটি Small Bank Service এর সাহায্যে আপনি Money Withdrawal, Money Deposit, New Account Opening, Debit Card ইত্যাদির সুবিধা পেয়ে থাকেন। এই পুরো পরিষেবাটি হল আধার কার্ড নির্ভর।

Airtel Payment Bank CSP Decuments Required

Airtel Payment Bank CSP Apply 2023 – আপনি যদি Airtel Payment Bank CSP নিতে চান, তাহলে আপনার কিছু Decuments Required হবে। যা আমি নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি –

  • Airtel Payment Bank CSP নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাশ হতে হবে।
  • Airtel Payment Bank CSP Agent হওয়ার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
  • Airtel Payment Bank CSP Agent হওয়ার জন্য আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী ব্যক্তির মোবাইল বা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  • Airtel Payment Bank Koisk বা CSP খোলার জন্য আপনার সর্বনিম্ন ১০০-১৫০ স্কোয়ার ফিট জায়গা থাকতে হবে।

Airtel Payment Bank CSP Commission Chart

AmmountCommission
100-4990.25
500-9991.50
1000-14992.59
1500-19993.00
2000-24994.00
2500-30006.00
3000-10,0008.00
A/C Opening 50Rs

আরো পড়ুন; Zupee থেকে প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করুন, জানান এজন্য এখানে ক্লিক করুন।

Airtel Payment Bank CSP All Services List

  • Saving Account Opening
  • Cash Deposit/Cash Withdrawal
  • Money transfer
  • Mobile recharge
  • DTH recharge
  • Bill payment
  • Vehicle and shop insurance
  • Mini statement service
  • Airtel sim
  • Ticket booking

Airtel Payment Bank CSP Required Devices

  • Mobile Phone
  • Computer/Laptop
  • Fingerprint Scanner
  • Printer Machine

Airtel Payment Bank CSP Apply 2023

Airtel Payment Bank CSP নেওয়ার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, তা আমি নিচে আলোচনা করেছি –

  • Airtel Payment Bank CSP নেওয়ার জন্য আপনার একটা Lapo Sim থাকতে হবে।
  • আপনার যদি Lapo Sim না থাকে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী Airtel Store গিয়ে যোগাযোগ করতে পারেন।
  • আপনি Airtel Payment Bank CSP কোনো ডিস্টিবিউটারের কাছ থেকে নিতে পারবেন। অথবা, আপনি Airtel Store গিয়ে যোগাযোগ করতে পারেন।
  • Airtel Payment Bank CSP পরিষেবা সম্পুর্ন ফ্রি একটি পরিষেবা। কিন্তু, এখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনি যত টাকা লেনদেন করতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন।

Airtel Payment Bank CSP Registration Process

Airtel Payment Bank CSP Registration করার জন্য আপনাকে নিচের পয়েন্ট গুলো অনুসরণ করতে হবে।

  • আপনার প্রথমে নিজের মোবাইলে Airtel Mitra App Download করতে হবে।
  • এরপর, সবকিছু করে অ্যপস ওপেন করুন।
  • এখন বাম সাইটে Be A Agent অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন।
  • এখন আপনি রিটেলার মোবাইল নাম্বার বসিয়ে ওটিপিতে ক্লিক করুন।
  • এখন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, আপনি এই ওটিপি বসিয়ে আগে করুন।
  • এখন আপনাকে আধার নাম্বার বা ভিজুয়াল আইড়ি নাম্বার বসাতে হবে। তার রিটেলার এর পিন বসাতে হবে।
  • এখন আপনার সামনে Tarm and conditions পেজ চলে আসবে, এখানে টিক করে আধার নাম্বার বা ভিজুয়াল আইড়ি বসাতে হবে। এবং নিচে পেন কার্ড নাম্বার বসিয়ে টিক করে আগে করতে হবে।
  • এরপর, আপনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করুন এবং আপনার ফিঙ্গার স্ক্যান করুন।
  • এখন আপনার সামনে একটা ফর্ম খুলবে, এখানে ইন্ডুভিজিয়াল সিলেক্ট করে, নিজের দোকানের সম্পর্কে সবকিছু তথ্য প্রদান করুন এবং আগে করুন।
  • এখন আপনার কাছ থেকে ডিস্টিবিউটার নাম্বার চাওয়া হবে। (আপনার এলাকার ডিস্টিবিউটার এর সঙ্গে এবিষয়ে কথা বলতে পারেন)
  • এখন আপনার কাছে একটা মেসেজ আসবে, এখানে ভেরিফাই ডিটেল্স এবং অথিন্টিকেট গেট এ ক্লিক করুন।
  • এখন আবার Tarm and conditions এ টিক করতে হবে। এবং নিজের ফিঙ্গার স্ক্যান করতে হবে। এরপর, সবকিছু সম্পুর্ন হওয়ার পর প্রোসিড় অপশনে ক্লিক করুন।
  • অবশেষে, আপনার সামনে Congratulations মেসেজ আসবে, এখন আপনার Airtel Payment Bank CSP Registration Process সম্পুর্ন হয়েছে।
  • এখন আপনার সামনে Airtel Payment Bank CSP এর সমস্ত সার্ভিস দেখতে পাবেন।
  • Airtel Payment Bank CSP Registration করার ২৪-৪৮ ঘন্টার মধ্যে আপনার I’d and Password দেওয়া হবে।
Official WebsiteClick Here

Leave a Comment